বাংলা প্রেম ও ভালোবাসার এসএমএস । New Bangla Love SMS
প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সময় ভালোবাসা আসে এবং প্রিয় মানুষটির সাথে বিভিন্নভাবে তা প্রকাশ করে। আপনার ভালোবাসার মানুষটির কাছে আপনার হৃদয় প্রকাশ করার জন্য কিছু সুন্দর বাংলা প্রেমের এসএমএস প্রয়োজন। যা আমরা নিচে সুন্দর করে সাজিয়েছি। বাংলা প্রেমের এসএমএস আপনাকে এসএমএসের মাধ্যমে আপনার প্রিয়জনকে কিছু সুখ দিতে সহায়তা করবে। এবং এই পোস্টে অনেক বাংলা প্রেমের এসএমএস রয়েছে যা থেকে আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন এবং সহজেই কপি এবং শেয়ার করতে পারেন। বাংলা প্রেমের এসএমএস এমনভাবে সাজানো হয়েছে যা আপনার সাথে হুবহু মিলে যেতে পারে এবং আপনার প্রিয়জনকে খুশি করতে পারে।
এই নিবন্ধে ৫০টি সেরা রোমান্টিক এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা প্রেমের এসএমএস রয়েছে। যা আপনি আপনার মনের মানুষের সাথে শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে এই মেসেজগুলো সম্পূর্ণভাবে bdtune.info ওয়েবসাইট থেকে তৈরি করা হয়েছে। তাই আপনি চাইলে যেকোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
আপনি যদি এই বার্তাটি আপনার বিশেষ ব্যক্তিকে পাঠাতে চান তবে আপনি নিম্নলিখিত বাংলা প্রেমের এসএমএস চেক করতে পারেন। আরো বার্তা প্রয়োজন হলে, লিঙ্ক প্রদান করা হয়. ক্লিক করুন এবং আপনার পছন্দসই বার্তা চয়ন করুন এবং আপনার প্রিয়জনকে পাঠান।
আরো এসএমএস পড়ুন—
- প্রেমের এসএমএস বাংলা
- নতুন ভালোবাসার এসএমএস ২০২৪
- মনে পরার এসএমএস
- নতুন বাংলা মনে পরার এসএমএস ২০২৪
- নতুন বাংলা বন্ধুত্বের এসএমএস
- বাংলা বন্ধুত্বের এসএমএস ২০২৪
- নতুন বাংলা কষ্টের এসএমএস ২০২৪
Bangla Love SMS
আপনি এই এসএমএস ব্যবহার করে আপনার প্রিয়জনের সাথে আপনার চিন্তা শেয়ার করতে পারেন. বাংলা প্রেমের এসএমএস সম্পূর্ণ হৃদয়ের অনুভূতি এবং ছোট ছোট শব্দ দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি শেয়ার করলে আপনার প্রিয়জন খুশি হবে। আশা করি বাংলা প্রেমের এসএমএস আপনার চিন্তা শেয়ার করতে সক্ষম হবে।
মেসেজটি কপি করুন
জান আমি যদি তোমার রাবার হতাম,
মুছে দিতাম তোমার জীবনের সব কষ্ট।
জান যদি আমি পেন্সিল হতাম,
সুখগুলো লিখে দিতাম সব তোমার জীবনের।
মেসেজটি কপি করুন
শুনেছি আমি প্রেম নাকি স্বর্গ থেকে এসে,
ভালোবাসার পরশ পেয়ে জীবনে যায় মিশে।
তুমি সেই প্রেম আমার সোহাগ আদর ভরা,
ধরণীতে এসে তুমি দিয়েছো আমায় ধর।
মেসেজটি কপি করুন
ওই আকাশে সাদা মেঘে
তোমায় দেখি আমার চোখে
ফুলের বনে পাতা বাহারি
জীবনসঙ্গী তুমি আমারি
ভালোবাসা দিয়ে এই মনে
রয়েছে তুমি আমার প্রাণে
মেসেজটি কপি করুন
সঙ্গীময় জীবন কখনো থামেনা
যতদিন সূর্য থাকবে প্রেম শেষ হবে না
দুজনার দুটি প্রাণে মিলনের ডাক আনে
অনুরাগের রাগে একি ভাষা জাগে
যা কোন দিনও ফুরায় না
মেসেজটি কপি করুন
যত দেখি মন ভরেনা আমার
মন চায় দেখি তোমায় শতবার
তোমার পরশে পৃথিবীকে ছুঁয়েছি
বিশ্বাস ভরা সুন্দর হৃদয় পেয়েছি
মন দিয়েছি আমি প্রাণও দেবো
যুগে যুগে শুধু তোমারই রবো
মেসেজটি কপি করুন
তোমাকে পেয়ে জীবন আমার ধন্য
আজ থেকে এ জীবন তোমার জন্য
বুঝেনা অবুঝ মন শুধু করে বাইনা
মনে মনে সারাদিন চায় সে তোমাকে
হৃদয়ে প্রেমের ছবি যায় শুধু এঁকে
মেসেজটি কপি করুন
কাঁটাগুলো সব ফেলে দিয়ে কুড়িয়ে নেবো ফুল
ভালোবাসার আদর দিয়ে ভেঙে দেবো ভুল।
গোলাপের রং যা হয় হোক খোলা রেখ শুধু দুচোখ
গায়ে মেখে প্রেমের আতর সাজিয়ে নিও জীবনের বাসর
মেসেজটি কপি করুন
রামধনু রঙে রঙে তোমার মন রাঙাবো
মধুর সুরে সুর মিলিয়ে প্রেমের গান শোনাবো
করেছ এই মন জাদু থাকব তোমার শুধু
ছুঁয়ে দিয়ে তুমি আমায় করেছ কাবু
হয়ে আমার বধু ছড়িয়েছো প্রেমের মধু
মেসেজটি কপি করুন
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা
মেসেজটি কপি করুন
যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।
সকল কষ্ট মুছে দেব, দেব মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি।
Bangla Romantic Love SMS
মেসেজটি কপি করুন
খুজে দেখো মনের মাঝে,
আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়,
হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।
মেসেজটি কপি করুন
আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি
তোমার ভালোবাসা নিব,
দাও তুমি কত ভালোবাসা দিবে আমায় ।
বিনিময়ে একটি হৃদয় তোমাকে দিবো
যা কখনো ফিরিয়ে নেবার নয়…..
মেসেজটি কপি করুন
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…
মেসেজটি কপি করুন
জানিনা তুমি কে !
আর কেনই বা ডাকি তোমাকে আমি ,
তোমার জন্য নিশি জাগি,
আর একাই বসে থাকি,
তুমিতো অদেখা সেই স্বপ্ন ,
তুমি আমার কল্পনার রাজকুমারী ।
মেসেজটি কপি করুন
অল্প অল্প করে তুমি,
এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো,
ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।
মেসেজটি কপি করুন
ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,
ভালোবাসি মেঘলা নদীর কুল,
ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি ।
আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।
মেসেজটি কপি করুন
জানিনা কতটুকু ভালোবাসি তোমায়,
শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই,
তুমি যদি এর সীমানা খুজতে যাও
তুমি নিজেই হারিয়ে যাবে আমার
ভালোবাসার অতল গভীরে ।
মেসেজটি কপি করুন
খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!!
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!!
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!!
বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!
মেসেজটি কপি করুন
মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়””””
গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়””””
রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়””
“”একজনকে ভালোবাসো, দশ জনকে নয় “”
মেসেজটি কপি করুন
ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি__
যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__
যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না__
আর যখন উভয়ই বুঝে_
তখন দুনিয়া বোঝে না ।
Heart Touching Love SMS Bangla
মেসেজটি কপি করুন
প্রেম এক সুখ পাখি!
পুষতে হয় বুকের খাঁচায় ।
সেই প্রেম পৃথিবীতে কাউকে,
হাসায় আবার কাউকে কাদায় ।
মেসেজটি কপি করুন
তোমার একটি কথা আমি পারবোনা রাখতে ,
তোমায় ছাড়া আমি পারবোনা…
মেসেজটি কপি করুন
তোমার জন্য রইলো আমার সপ্নে ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম!
তোমার জন্য রইলো আমার দুস্টু চোখের ভাষা,
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা ।
মেসেজটি কপি করুন
ইচ্ছে করে আজ তোমায় ভালোবাসতে..
আজ ইচ্ছে করে মন খুলে তোমার সাথে হাসতে!
ইচ্ছে করে আজ আকাশের তারা গুনতে…
আজ ইচ্ছে করে বসে বসে তোমার কথা শুনতে!
মেসেজটি কপি করুন
খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!!
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!!
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!!
বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!
মেসেজটি কপি করুন
আমি এখন অন্ধকারে মেঘ লেগেছে ছাদে,
তবু আমার বাসরী মন তোমার জন্য কাঁদে।
মেসেজটি কপি করুন
তুমি আমার রঙিন-স্বপ্ন,
শিল্পীর রঙে ছবি…!
তুমি আমার চাদের আলো,
সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।
মেসেজটি কপি করুন
হারাতে দেব না তোমায়… আমার এই অন্তর থেকে..!
হৃদয়ের মধ্যে রেখেছি তোমা… পৃথিবীর সমস্ত সুখ দিয়ে..!
ভালোবাসি তোমায় অনেক বেশি..!
সারাজীবন থাকতে চাই পাশাপাশি..!
মেসেজটি কপি করুন
চাঁদ যেমন তুমি রাতকে ভালোবাসো!
আমিও তেমনি করে একজনকে খুব ভালোবাসি।
তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝতে পারে না!
ঠিক তেমনই করে সে ভালোবাসা বুঝে না ।
মেসেজটি কপি করুন
আবার যদি বৃষ্টি নামে
আমিই তোমার প্রথম হবো,
লেপটে যাওয়া শাড়ির মত
অঙ্গে তোমার জড়িয়ে যাবো ।
Emotional Love SMS Bangla
মেসেজটি কপি করুন
আজকে তুমি রাগ,
করেছ কষ্ট পাবো তাতে।
কালকে যদি না থাকি,
রাগ দেখাবে কাকে?
মেসেজটি কপি করুন
চোখের আড়াল হতে পার,
মনের আড়াল নয়,
মন যে আমার সব সময়,
তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন কর,
তোমার আপন কে ?
মন বলে এখন,
তোমার লেখা পড়ছে যে !
মেসেজটি কপি করুন
অল্প অল্প কথা থেকে কথামালার বৃষ্টি
ছোট ছোট গল্প থেকে ভালোলাগার সৃষ্টি,
মাঝে মাঝে SMS পাঠালে ভালবাসা হয় মিষ্টি।
মেসেজটি কপি করুন
চোখে আছে কাজল কানে আছে দুল…
ঠোট যেন রক্তে রাঙা ফুল..!
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি…
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি..!
মেসেজটি কপি করুন
ভাবিয়া ভাবিয়া কেটে গেল সারাটাক্ষণ…
তোমাকে কাছে পাবার আশায়..!
সত্যিই তুমি যে মিশে আছো আমার ভালোবাসায়.!!
মেসেজটি কপি করুন
আকাশের আজ মন খারাপ…
সে অঝোর ঝরায় ঝরছে..!
বদ্ধ ঘরের অন্ধকারে…
কেবল তোমারি কথাই মনে পড়ছে..!
মেসেজটি কপি করুন
মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকিতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য..!!
মেসেজটি কপি করুন
স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা । হৃদয় দিয়ে খুজি আমি,
মনের ঠিকানা।ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে..!
মেসেজটি কপি করুন
আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি..!
আমার হৃদয় canvus জুড়ে,
তুমি আমারি অপূর্ব সৃষ্টি..!
মেসেজটি কপি করুন
তুমি আমার জীবনের,
এমন জায়গায় আছাে,
যে হাজার কষ্ট দিলেও
আমি তােমাকে, কোনদিনও
ভুলতে পারবাে না।
New Love SMS Bangla
মেসেজটি কপি করুন
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে..!!
মেসেজটি কপি করুন
ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত
হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার মানুষের
সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয়..!!
মেসেজটি কপি করুন
আমার হার্টের অবস্থা খুব
মারাত্মক,
তাই ডাক্তার বলেছে যে
মাত্র দুটো রাস্তা আছে।
হয় তুমি আমাকে দেখাে,
অথবা আমি তােমাকে দেখি।
মেসেজটি কপি করুন
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
মেসেজটি কপি করুন
ভালবাসা মানে আবেগের পাগলামি…
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি..!
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা…
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা..!
মেসেজটি কপি করুন
প্রশ্ন যতই হোক, উত্তর তুমি!
রাস্তা যেটাই হোক, লক্ষ্য তুমি!
কষ্ট যতই হোক সুখ তুমি!
তোমার সাথে যতই রাগ করিনা কেন…
তবুও আমার প্রিয় ভালোবাসা তুমি..!
মেসেজটি কপি করুন
এক ফোটা জল যদি চোখ দিয়ে পড়ে…
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..!
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই…
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!
মেসেজটি কপি করুন
যত দূরে যাওনা কেনো আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে,
ঘুম যদি না আসে ।
কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবেই যেই,
যদি না পাও জানবে,
সেদিন আমি যে আর নেই ।
মেসেজটি কপি করুন
তোমার স্বপ্ন না দেখে,
একটা রাতও ভাবতে পারি না,
তোমার কথা না ভেবে
একটা দিনও ভাবতে পারি না।
তোমাকে ভালোবাসতে না পেরে
এক মুহুর্তেরও চিন্তা করতে পারি না!
মেসেজটি কপি করুন
যতো দুরে যাও না কেন
আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে
ঘুম যদি না আসে..!
কাছে আমায় পাবে,
তুমি হাত বাড়াবে যেই,
যদি না পাও জানবে সেদিন,
আমি যে আর নেই..!
শেষ কথা
এই পোস্টে আপনি ৫০টি নতুন বাংলা প্রেমের এসএমএস দেখেছেন। আমি আশা করি এই এসএমএসগুলি আপনার অনুভূতি প্রকাশ করতে অনেক সাহায্য করবে। এই ধরনের এসএমএস সাধারণত আপনাকে আপনার প্রিয় সঙ্গীর সাথে যোগাযোগ করতে এবং রোমান্টিক উপায়ে আপনার অনুভূতি প্রকাশ করতে সহায়তা করে।
আমরা যে এসএমএস টি পছন্দ করি তা যত্ন সহকারে নির্বাচিত এবং বৈশিষ্ট্যযুক্ত। এই এসএমএস যেকোনো মানুষকে তার অনুভূতি প্রকাশ করতে কিছুটা হলেও সাহায্য করবে। আশা করি আপনারা সবাই এই ৫০ টি প্রেমের এসএমএস পছন্দ করবেন। এই এসএমএসগুলো ভালো লাগলে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারণ আমরা পাঠকদের মতামত জানতে খুব আগ্রহী। আপনি যদি এই এসএমএসটি পছন্দ না করেন তবে আপনি আরও এসএমএস করতে পারেন। সম্পূর্ণ নিবন্ধটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।