বাংলা কষ্টের স্ট্যাটাস | Sad Status Bangla
,,,যে পথে তোমারসাথে,,,,,,,,,,রোজ হতো দেখা,,,,,,সেই পথে আজ,,,,আমি আছি শোধুএকা ।,,,,,,,যে মনে ছিলে তুমি,,,,,,ছিলনা আর কেউ,,,,,সে মনে আজ শোধু,,,,,,,,বেদনার ঢেউ ।,,,,,,যে চোখে প্রতিরাতে,,,,,,,স্বপ্ন তুমি ছিলে,,,,,সে দু,টি চোখ আজ,,,,,,,,ভাসে শোধু জলে ।,,,,
আমি সেই পাখি যারবাসা নেই,........... আমি সেই আকাশ যার বুকে চাদঁ নেই,............ আমি সেই সাগর যারতীরে পানি নেই,........... আমি সেই মানুষ যার 1টা মন আছে,...........কিন্তু বুঝার মত কেউ নেই..,,,,,
অতিরিক্ত মন খারাপ হলে মানুষএকেবারে নিরব নিথর হয়ে যায়।একা থাকতে ভালোবাসে। কারণতখন তার সমস্যাকে নিজের মতকরে কেউদেখে না কিংবা মূল্যায়ন করে না।তাই মন খারাপের বেলায়একাকিত্বই হয় মানুষের একমাত্রসংগী।
অন্য কারো হাতে
তোমার সুখ
আমানত দিও না,
কারন সে হারিয়ে
গেলে সুখকেও
আর তুমি খুজে
পাবে না....!!!
অন্ধ ভালবাসার গন্ধ বেশি»নকল ভালবাসার সুবাস বেশি»সত্য প্রেমে রাগারাগি»নকল প্রেমে হাসাহাসি»বুঝবে যেদিন খুজবে তাকে অবহেলা হারালে যাকে'"
কষ্টে তো কষ্টই থাকে। কিনতু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয় মনে হয়, যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়। আবার, সকল কষ্টকেই তুচ্ছ মনে হয়, যখন সেই কষ্ট দেবার মনুষটিই ভালোবেসে জন বলে ডাকে
√ছাগল যেদিন ডিম পারবে ।√মোরগ যেদিন বাচ্চা দিবে ।√ইদুর যেদিন বিড়ালেরসাথে প্রেম করবে ।√কুকুরের লেজ যেদিনসোজা হবে ।সেদিন মেয়েরা ভালহবে ।তা না হলে মেয়েরা ভালহবে না।কি বলেন????ঠিককিনা?????"
অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে॥কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়.সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।
অবুঝ বালিকা,ফেইজবুকে তোমার সাথে প্রথম পরিচয় থেকে
কেমন যেন একটা ভাল লাগা কাজ করে। এর পর একে একে
কেমন করে যেন তোমার উপর একটা নির্ভরশীল হয়ে পরলাম।
সকাল থেকে রাত পর্যন্ত ফেইজবুকে কথা বলা কখন কোথায়
কী হল সবই যেন তোমাকে জানাতে হবে।তুমি কী বুঝ
আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ।তোমার নামটাও কখনো
জানা হয়নি। জানতে চাইও না।আমি শুধু তোমাকে চাই।
অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই...! বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই...! হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে...! আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে...!!!
অসহ্য যন্ত্রণা হচ্ছে,,,
আমার চোখের দিকে তাকিয়ে
দেখ...?
যন্ত্রণা গুলো কেমন মুক্ত ভাবে
ঝরে পরছে।
আমি কাঁদছি - তুমি এটাই ভাবছো
তো,,,?
না, না, আমি কাঁদছিনা;
কাঁদলে নোনা জল বের হতো।
আমার চোখে যে বর্ষণ তুমি দেখছ,
তার স্বাদ নোনা নয়; তিক্ততা।
আর বর্ণহীনও নয়; একটু নীলাভ।
যন্ত্রণা গুলো আমার মাঝে আর
থাকতে চায় না।
এ গুলো তো তোমারই দেওয়া,,,
তাই তোমার কাছেই ফিরে যেতে
চায় !!!
পারবে কি এ গুলো গ্রহন করতে,,,???
প্রশ্নটা তোমার কাছে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
উত্তরটা না হয় তোমারই কাছে
থাকুক।